বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(78:1) তারা কি বিষয়ে একে অপরকে জিজ্ঞাসা করছে? (78:2) মহা খবরটি সম্পর্কে, (78:3) যে সম্পর্কে তারা তাতে মতানৈক্য করে। (78:4) মোটেই না! শীঘ্রই তারা জানতে পারবে, (78:5) তারপর (আবার বলছি) - মোটেই না! শীঘ্রই তারা জানতে পারবে। (78:6) আমরা কি পৃথিবীটাকে একটি আরামের জায়গা-রূপে তৈরি করিনি? (78:7) এবং পর্বতমালাকে পেরেক হিসাবে? (78:8) এবং আমরা তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি; (78:9) এবং আমরা তোমাদের ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী হিসাবে; (78:10) এবং আমরা বানিয়েছি রাতকে একটি আবরণ (হিসাবে); (78:11) এবং আমরা বানিয়েছি দিনকে জীবিকা অর্জন (হিসাবে); (78:12) এবং আমরা নির্মান করেছি তোমাদের উপর সাত শক্তিশালী (আকাশ); (78:13) এবং আমরা তৈরি করেছি একটি উজ্জ্বল প্রদীপ; (78:14) এবং আমরা বৃষ্টি মেঘ থেকে ঢেলেছি প্রচুর পরিমাণে পানি - (78:15) যার দ্বারা আমরা উৎপন্ন করেছি শস্য এবং গাছপালা; (78:16) এবং পাতাঘন বাগান। (78:17) নিশ্চয় শেষবিচারের দিন নির্ধারিত হয়ে গেছে। (78:18) সেদিন শিঙ্গায় ফুঁক দেয়া হবে, আর তোমরা আসবে দলে দলে। (78:19) আকাশ খোলা হবে; তাতে (এটা) বহু দরজা-বিশিষ্ট হয়ে যাবে। (78:20) এবং পর্বতমালা স্থানান্তরিত হবে, হয়ে যাবে মরীচিকা।